দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ১৭ মাসে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৬৫২ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ পাঁচ হাজার ৪৪৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৬৮। রোববার করোনায় সংক্রমণ ও মৃত্যুর এ পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত বছরে ৮ মার্চ করোনা রোগী প্রথম শনাক্ত হয় দেশে।
গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা আক্রান্ত ২৪১ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন করোনা রোগী। নমুনা সংগৃহীত হয়েছে ৪০ হাজার ১৩০টি,পরীক্ষা হয়েছে ৪২ হাজার তিনটি। শনাক্তের হার ২৪ দশমিক ৫২।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৮ জন আর নারী ১১৩ জন। বিভাগের মধ্যে ঢাকায় ১০৫ জন, চট্টগ্রামে ৫৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ১২ জন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন আর ময়মনসিংহে ছয়জন। সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন আর বাড়িতে নয়জন মারা গেছেন।
এমকে