কঠোর বিধিনিষেধ শিথিল

০৮ অগাস্ট ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল করা হয়েছে, কার্যকর হবে ১১ আগস্ট থেকে। শিথিলকালে সরকার বেসরকারি সব অফিস, শিল্প-কলকারখানা , দোকানপাট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে, গণপরিবহন চলাচল করবে। তবে প্রতিপালন করতে হবে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি।আদালত খোলা থাকবে কিনা, সিদ্ধান্ত দেবে  সুপ্রিমকোর্ট। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের জানান, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে  প্রতিপালনের দিকে নজর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারলেও মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করতে পারবে।দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর