দোকানপাট খোলা ১০ ঘণ্টা

০৮ অগাস্ট ২০২১

১১ আগষ্ট থেকে সারাদেশে শপিংমল ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা খোলা রাখা যাবে। আর করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করেই বেচাকেনা করতে হবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা  প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ  করা হয়েছে। চলমান কঠোর বিধিনিষেধ শিথিলে এ প্রজ্ঞাপন জারি করা হয়, কার্যকর হবে ১১ আগষ্ট থেকে।    

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন ফাঁকা রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এক্ষেত্রেও স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত জুনে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা করোনার সংক্রমণ রোধে  ১ জুলাই থেকে  শুরু হওয়া এ বিধিনিষেধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। বর্ধিত এ মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বলবৎ রয়েছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর