করোনার প্রভাবে কর্মহীন প্রতিটি পরিবারকে মাসে ১০ হাজার টাকা দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বলছেন, অর্থ সঙ্কটে দিশেহারা কর্মহীন মানুষের হাহাকার কমাতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ টাকা দিতে হবে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান।
জিএম কাদের জানান, করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ ভালো নেই। যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট সংসদে পাশ হয়েছে, তাদের অবস্থা শোচনীয়। তিনি জানান, স্বচ্ছভাবে ২ কোটি দরিদ্র পরিবারের মধ্যে এ অর্থ প্রদান করলে তারা উপকৃত হবে। এতে প্রতি মাসে খরচ হবে ২০ হাজার কোটি টাকা।
করোনার প্রভাবে কর্মহীন মানুষের পরিসংখ্যান সম্পর্কে জানান, প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। তার আগে দারিদ্রসীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা অন্তত সাড়ে তিন কোটি। বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন জিএম কাদের।
এমকে