চাকু ও নকল পিস্তলসহ আটক-৩

০৮ অগাস্ট ২০২১

চট্রগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকা থেকে রোববার রাত সাড়ে ৭টার দিকে তিন কিশোরকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে ১ টি নকল পিস্তল, ২ টি চাকু ও মোবাইল উদ্ধার করা হয়। আটকরা কিশোর গ্যাং পিচ্ছি বাবু গ্রুপের সদস্য বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটকরা হলো- নোয়াখালীর সুধারাম থানার চরমটুয়া এলাকার হানিফ মিয়ার ছেলে আব্দুল হালীম সুজন ওরফে বাবু। চট্টগ্রামের ফটিকছড়ি থানার কাঞ্চন নগর গ্রামের ইদ্রিসের ছেলে গিয়াস উদ্দিন ও নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির আব্দুল খালেকের ছেলে জুয়েল হোসেন।

নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করছিল। তাদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর