মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া):
তিন-চার দিনের ব্যবধানে কুষ্টিয়ায় কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে প্রায় একশ’ টাকা। আর বাজার ভেদে দামের পার্থক্যও দেখা গেছে। তিন-চার দিন আগে দাম ছিল ৪০-৬০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি- কয়েক দিন টানা বৃষ্টির কারণে প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। আকাশ ছোঁয়া দামে এ মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, তাদের দাবি- বৃষ্টির অজুহাতে দাম বেশি নেয়া হচ্ছে।শনিবার কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, খোকসা, কুমারখালী এবং সদর উপজেলার ঝাউদিয়া, উজানগ্রাম এলাকার কৃষক পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ ১১০-১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সেই কাঁচা মরিচের দর কেজিতে বাড়ছে ৬০-৭০ টাকা। শহরের একটু বাইরের বাজারগুলোতে অবশ্য বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে। কুমারখালী বাজারের কাঁচামাল ব্যবসায়ী লাল্টু হোসেন জানান, ঈদের পর থেকেই টানা বৃষ্টি। এ কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে।
কুমারখালী উপজেলার কেশবপুরের কৃষক সাবু শেখ জানান, আমরা ১০০ টাকার বেশি বিক্রি করতে পারি না। ২ সপ্তাহ আগেও ২৫-৩৫ টাকা কেজি বিক্রি করেছি। তহবাজারের এক আড়ৎদার জানান, বাজারের যে অবস্থা, তাতে সামনের দিকে আরো দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ।এদিকে কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় বাজারে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের কথা কাটাকাটির ঘটনা ঘটছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে। কোনো অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমকে