চলমান বিধিনিষিধ শিথিল করায় আগামী বুধবার থেকে নিজেদের সব রুটে যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। এরই অংশ হিসেবে সোমবার (৯ আগস্ট) থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করবে রেল। আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট কাউন্টার বিক্রি করা হবে। বাকি টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি হবে। লোকাল ও মেইল ট্রেনের টিকিট কাউন্টারে থেকে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে।
বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন অনুযায়ী, সবগুলো আসনেই যাত্রী বহন করতে পারবে যাত্রীবাহী সব ট্রেন। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
প্রসঙ্গত, রোববার মন্ত্রিপরিষদ বিভাকেগর এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ শিথিল করা হয়েছে, কার্যকর হবে আগামী ১১ আগষ্ট থেকে। তার আগে আরোপিত এ বিধিনিষেধের মেয়াদে গণপরিবহন বন্ধ রাখায় ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ছিল।শিথিলের আগ পর্যন্ত চলমান বিধিনিষেধের মেয়াদ বলবৎ রয়েছে।
এমকে