তালেবানের দখলে ৫ প্রাদেশিক রাজধানী

০৯ অগাস্ট ২০২১

আফগানিস্তানে একদিনে তিনটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এই নিয়ে তিন দিনে ৫টি প্রাদেশিক রাজধানী দখলে নিলো তারা।

জারাঞ্জ ও শেবারগান দখল করার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। কুন্দুজের পুলিশ সদর দপ্তর, সরকারি ভবন ও একটি কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

এর আগে ২৪ ঘণ্টার ব্যবধানে নিমরোজ ও জাওজান প্রদেশের রাজধানী দখল করে সরকারি বিভিন্ন স্থাপনা, গভর্নরের চত্বর নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। জাওজানের কারাগার দখল করে সেখানকার বন্দিদের ছেড়ে দেয়া হয়।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর