হুতি দমনে আরব আমিরাতকে সাহাজ্য করবে যুক্তরাষ্ট্র

১১ ফেব্রুয়ারী ২০২২

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হেড অব ইউএস সেন্ট্রাল কমান্ড জেনারেল ফ্র্যাঙ্ক মেকেঞ্জি এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

 

 

জেনারেল ফ্র্যাঙ্ক মেকেঞ্জি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মিসাইল ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ) ব্যবস্থার উন্নয়নে যা করতে হবে সবটাই করতে চায় যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যুর পর, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশটির জন্য এমন পরিকল্পনা করছে বলেও জানান জেনারেল মেকেঞ্জি জুনিয়র।

 

 

যদিও ২৪ ও ৩১ জানুয়ারি ইয়েমেন থেকে আবুধাবি লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালাস্টিক মিসাইল এবং ২ ফেব্রুয়ারি তিনটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছিল সংযুক্ত আরব আমিরাত।


মন্তব্য
জেলার খবর