আমব্রিনের অ্যাকাউন্ট হ্যাকড!

০৯ অগাস্ট ২০২১

ফেসবুকে এক স্ট্যাটাসে মডেল ও উপস্থাপিকা আমব্রিনা সারজিন আমব্রিন বলেন, ‘আমি হিজাব পরছি কেন- এই পোস্ট দেওয়ার পরদিন (১ আগস্ট) আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। কিছু কথা বলে রাখা ভালো, আমি ফেসবুকে রেগুলার নই। সচরাচর ব্যক্তিগত জীবনও শেয়ার করি না। আবার লাইক, কমেন্টের সংখ্যাও আমার কাছে প্রাধান্য পায় না। আমার কিছু কাছের মানুষ ফেসবুকে আছে বলেই এখানে যুক্ত থাকি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘গত তিন বছর ধরে আমি মিডিয়ায় অনুপস্থিত। তাই আমার জীবনের দুটি পয়েন্ট (সন্তান ও ইসলামিক জীবনযাপন) সেদিন শেয়ার করেছিলাম। আমি জানি না, হ্যাকার কেন আমার প্রোফাইল হ্যাক করতে এসেছে! তবে তারা আমার জীবন ও বিজনেস পেজ অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছিল।’


মন্তব্য
জেলার খবর