সংখ্যালঘুদের হত্যা করছে তালেবান

০৯ অগাস্ট ২০২১

আফগানিস্তানে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ওপর হামলা বাড়িয়েছে তালেবান। 

আফগান সরকারের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রধান দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে তালেবান। 

গত এক সপ্তাহে মালিস্তানে তালেবান ৪০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে; যাদের অধিকাংশই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের। 

ইন্ডিয়া টিভি


মন্তব্য
জেলার খবর