মন্তব্য
ফারাও রাজা খুফুর অব্যবহৃত ও চার হাজার ছয়শ বছরের প্রাচীন একটি নৌকার ঠাঁই হলো মিসরের জাদুঘরে।
মিসরে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম কাঠের নৌকাটি লম্বায় ১৩৮ ফুট বা ৪২ মিটার, ওজন ২০ টন।
প্রাচীন মিসরে রাজ পরিবারের সদস্যদের সমাধিক্ষেত্রে থাকতো এসব নৌকা।
এএফপি