করোনা জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে : মুহিউদ্দিন

০৯ অগাস্ট ২০২১

 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, বিশ্বজুড়ে মহামারি করোনা সংক্রমণ জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে জনগণের জীবন-জীবিকার ভারসাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা করা দরকার সরকার তাই করছে।

মুহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনা সংক্রমণরোধে দুই ডোজ টিকা গ্রহণকারী নাগরিকদের রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি এবং আন্তঃজেলা ও আন্তঃরাজ্যে চলাচলে শিথিলতা আনা হয়েছে। এছাড়া মসজিদে নামাজ আদায়সহ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক ব্যায়াম এবং খেলাধুলার অনুমতি থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিবাহিত দম্পতি যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তারা একে অপরের সঙ্গে দেখা করার জন্য আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ভ্রমণ করতে পারবেন। যেসব বাবা-মাকে টিকা দেয়া হয়েছে, তারা তাদের ১৮ বছরের কম বয়সী সন্তানদের সঙ্গে দেখা করতে জেলা ও রাজ্য অতিক্রম করতে পারবেন।


মন্তব্য
জেলার খবর