চলমান কঠোর বিধিনিষেধের শিথিলতা কার্যকরের আগেই আবারো কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপের আভাস দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সড়ক ও জনপথ অধিদফতর এবং একটি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ আভাস দেন।গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূলে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদফতরে এ চুক্তিসাক্ষর হয়।
সেতুমন্ত্রী মন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু করোনা উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আবারো কঠোর ‘লকডাউন’ দেয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার প্রজ্ঞাপন জারি করে চলমান বিধিনিষেধ শিথিল করে, কার্যকর হবে আগামী ১১ আগষ্ট থেকে। প্রজ্ঞাপন জারির পরের দিনেই এ আভাস দিলেন ওবায়দুল কাদের। করোনার বিস্তাররোধে জুলাইয়ে মাসের শুরু থেকেই এ বিধিনিষেধ আরোপ করা হয়। দফায় দফায় বাড়ানো এর মেয়াদ মেয়াদ ১০ আগষ্ট শেষ হচ্ছে।
এমকে