জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা না করে মানুষের পাশে দাঁড়াতো বিএনপি। অথচ গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ডজ্ঞানহীন সমালোচনা করছে তারা, যা প্রকৃতপক্ষে তাদের ‘গণহতাশার’বহিঃপ্রকাশ। সোমবার সড়ক ও জনপথ অধিদফতর এবং একটি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূলে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদফতরে এ চুক্তিসাক্ষর হয়।
ওবায়দুল কাদের বলেন, অব্যাহত মিথ্যাচার আর জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনরোষের শিকার হওয়ার আশঙ্কা থেকে নিরাপদ দূরত্বে রয়েছে বিএনপি। তারা ভেবেছিল টিকা পেতে সরকারের বছরের পর বছর লেগে যাবে। কিন্তু সফলভাবে গণটিকা কর্মসূচি চালিয়ে যাওয়া সহ্য হচ্ছে না তাদের, অন্তর্দহনে দগ্ধ হচ্ছে। গণটিকা কর্মসূচি সরকারের সাফল্য তাদের অস্থিরতা এবং মর্মযন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দিয়েছে, তাই আবোল-তাবোল বকছে তারা ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি থেকে চাইলে অনেক কিছুই শিখতে পারতো বিএনপি। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি তারা, এটাই ইতিহাসের নির্মম সত্য।
এমকে