মান বাঁচালেও ডুবেছে লজ্জায়

০৯ অগাস্ট ২০২১

অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ জিতল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬২ রানেই সবকটি উইকেট হারায় অতিথিরা। ফলে মামুলি লক্ষ্য দিয়েও ৬০ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

 

টি-টোয়েন্টিতে এটাই অজিদের সর্বনিন্ম সংগ্রহ। এর আগে টি-টোয়েন্টিতে অজিদের সংগ্রহ ছিল ৭৯। সেটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে। ১৬ বছর পর এবার বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিন্ম স্কোরের লজ্জা পেল অজিরা।

 

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জেতে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১২২ রান করে মাহমুদুল্লাহরা। সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার নাঈমের ব্যাট থেকে।

 

১২৩ রানের স্বল্প লক্ষ্য। কিন্তু বাংলাদেশের দাপুটে বোলিংয়ের কারণে অধিনায়ক ম্যাথু ওয়েড ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি। ফলে ৬২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া শিবির। ১৩.৪ ওভার ব্যাট করে তারা এ রান সংগ্রহ করে।

সাকিব ৪টি, সাইফুদ্দিন ৩টি ও নাসুম ২টি উইকেট নেন।

 

স্কোরকার্ড

 

বাংলাদেশ : ২০ ওভারে ১২২/ ৮ (মেহেদী ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, নুরুল ৮, আফিফ ১০, মুস্তাফিজ ০, সাইফ ০ , সৈকত ৪; জাম্পা ৪-০-২৪-১, অ্যাগার ৪-০-২৮-১, টার্নার ২-০-১৬-১, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-২, এলিস ৪-০-১৬-২)।

 

অস্ট্রেলিয়া : ১৩.৪ ওভারে ৬২/১০(ক্রিস্টিয়ান ৩, ওয়েড ২২, মার্শ ৪, ক্যারি ৩, ম্যাকডারমোর্ট ১৭, হেনরিকেস ৩, টার্নার ১, অ্যাগার ২, এলিস ১, সোয়েপসন , জাম্পা ; মেহেদী ৩-০-২০-০, নাসুম ২-০-৮-২, মুস্তাফিজ, ১-০-৩-০, সাইফউদ্দিন ৩-০-১২-৩, সাকিব ৩.৪-১-৯-৪)।

 

ফল : ৬০ রানে জয়ী বাংলাদেশ।

 

সিরিজ : ৪-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ।


মন্তব্য
জেলার খবর