আগের সময়ে ফিরছে ব্যাংকিং কার্যক্রম

০৯ অগাস্ট ২০২১

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে করোনা পরিস্থিতি শুরুর আগের সময়ে ফিরছে সব ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলবে,  লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে ও চলমান বিধিনিষেধের মধ্যে এতদিন সীমিত পরিসরে চলছে এ কার্যক্রম, লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে  বেলা দেড়টা পর্যন্ত। কিন্তু আগামী ১১ আগষ্ট থেকে এ বিধিনিষেধ শিথিল করায় স্বাভাবিক পরিস্থিতিতে থাকা ব্যাংকিং কার্যক্রমের সময়ে ফেরার বিষয়ে  সোমবার একটি নির্দেশনা  জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় অনুযায়ী, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে দেয়া নির্দেশনা কোনোটাই কার্যকর থাকবে না বুধবার থেকে।  খোলা থাকবে ব্যাংকের সব শাখা ও অফিস। তবে দায়িত্ব পালনকালে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর