মাহমুদ শরীফ, (কুমারখালী) কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কলেজশিক্ষক জহুরুল ইসলাম (৪৬)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার আল্লারদর্গা এলাকায় তার নিজ বাড়ি থেকেই লাশটি উদ্ধার করা হয়। জহুরুল ইসলামের পরিবারের লোকজনের দাবি- পরিকল্পিতভাবে হত্যার পরে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন তার ছোটভাই আহাদ আলী নয়ন। মামলায় জহুরুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন ওরফে তাপুর পারিবারিক বিরোধ চলছিল বলে উল্লেখ করা হয়েছে। তবে জহুরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয় থানার ওসি।
জহুরুল ইসলাম আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস কলেজের ভূগোল বিভাগের শিক্ষক ছিলেন, উপজেলার আলমাতলা গ্রামের মৃত পলান মন্ডলের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তার নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে বাড়ির লোকজন প্রতিবেশিদের খবর দেয়। প্রতিবেশিরা লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, লাশের ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
এমকে