অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশি

০৯ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরীতে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান (৪৮) নামে এক একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১টার দিকে বায়েজিদ এলাকার শাহাদাত মঞ্জিল নামের একটি ভবন থেকে তাকে আটক করা হয়। তার আগে মুজিবুরকে ১০ বছরের একটি মেয়ের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন এক প্রতিবেশি।

মুজিবর রহমান বায়েজিদ থানার বার্মা কলোনির শাহাদাত মঞ্জিলের মৃত নুরু রহমানের ছেলে। পুলিশ জানায়, মেয়েটি ওই কলোনিতে থাকতো। দুপুরে অভিযুক্ত টাকার লোভ দেখিয়ে তাকে নিজ বাসায় নিয়ে যায়। এ ঘটনা এক প্রতিবেশির চোখে পড়ে, আর অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেন।

বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে  থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়।তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ আছে বলে জানান ওসি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর