মন্তব্য
বিশ্বসেরা অরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরার মতোই খেলেছেন তিনি। ব্যাটে-বলে সমান তালে খেলেছেন। তাই তো ম্যাচসেরা ও সিরিজ সেরার মুকুট উঠেছে তার মাথায়।
সিরিজে ১১৪ রান করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। ৭টি উইকেট নিয়েছেন। হয়েছেন সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। বিশ্ব ক্রিকেটে এ নিয়ে ১৬ বার সিরিজ সেরার মুকুট উঠল তার মাথায়। সর্বোচ্চ ২০ বার হয়েছেন শচীন টেন্ডুলকার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বার বিরাট কোহলি।
এছাড়া এই ফরমেটে ১০০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছেন সাকিব। ৮৪ ম্যাচে তিনি এ রেকর্ড করেছেন। সেই সাথে উইকেট শিকারের তালিকায় ২য় স্থানে উঠে এলেন তিনি। সর্বোচ্চের তালিকায় রয়েছে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তিনি সাকিবের সমান সংখ্যক ম্যাচ খেলে নিয়েছেন ১০৭ উইকেট।