দেশের বাজারে কেজিপ্রতি কাঁচামরিচের দাম যখন এলাকাভেদে দেড় থেকে দুইশ টাকা, তখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।সোমবার ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ দেশে এসেছে। আরো ১২টি ট্রাক ঢুকার প্রক্রিয়া চলছে। বাজারে এ মরিচের দাম কমাতে এ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়,আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ এ কাঁচামরিচ আমদানি করছে। সোনা মসজিদ স্থল বন্দর দিয়েও সব মিলে ৬৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করছে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান। ১০ আগস্ট দেশে ঢুকবে এ মরিচ। প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং (১৫০ মেট্রিক টন), মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ (২০০ মেট্রিক টন) এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ (৩০০ মেট্রিক টন)।তার আগে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনে আরো আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হবে।
এমকে