শিশুর বিরুদ্ধে নৃশসংতা বাড়ছে আফগানিস্তানে

১০ অগাস্ট ২০২১

আফগানিস্তানে শিশুর বিরুদ্ধে নৃশসংতা দিন দিনই বাড়ছে  বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

গত তিনদিনে কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। আর এই তিন জায়গাতেই একই সময়ে আহত হয়েছে ১৩৬ শিশু।

শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের সব পক্ষকে আহ্বান জানিয়েছে ইউনিসেফ।


মন্তব্য
জেলার খবর