মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের

১১ ফেব্রুয়ারী ২০২২

রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আমেরিকা বারবারই দোষারোপ করে আসছে রাশিয়াকে। তবে রাশিয়া প্রতিবারই সে সম্ভবনা উড়িয়ে দিচ্ছে। কুটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে বিষয়টি।

 

এরই মধ্যে সকল মার্কিন নাগরিককে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলেও সতর্ক করেছেন সবাইকে। এরইমধ্যে ইউক্রেন সীমান্তে জড়ো হওয়া রুশ সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজারে। সীমান্তের আরেক দিকে বেলারুশ ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া চলছে।

 

পশ্চিমা নেতারা বলছেন, রাশিয়ার প্রস্তুতি বলছে যে কোনো সময় ইউক্রেন আক্রমণ হতে পারে। সেই আভাস থেকেই মার্কিন প্রেসিডেন্টও সকল নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়েছেন। জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন শুরু করে তাহলে মার্কিন নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না। খবর বিবিসির।

 

এদিকে বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও রুশ হামলার বিষয়ে সতর্ক করেছেন। তিনিও বিশ্বাস করেন যে, রাশিয়া এখন যে কোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর