পোপের ঠিকানায় বুলেট ভরা খাম

১০ অগাস্ট ২০২১

পিস্তলের তিনটি বুলেট ভরা একটি খাম জব্দ করেছে ইতালির মিলান শহরের পুলিশ।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ঠিকানায় এই খামটি ফ্রান্স থেকে পাঠানো হয়েছিল।

চিঠিটির ওপরের ঠিকানায় লেখা ছিল “দ্য পোপ, ভ্যাটিকান সিটি, সেন্ট পিটারস স্কয়ার।” 

রয়টার্স 


মন্তব্য
জেলার খবর