আন নাহদার শীর্ষস্থানীয় নেতা গৃহবন্দি

১০ অগাস্ট ২০২১

তিউনিসিয়ায় আন নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফকে গৃহবন্দি করা হয়েছে।

এর আগে দেশটির যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রেসিডেন্ট কায়েস সাঈদের ২৫ জুলাই ক্ষমতা দখলকে একটি সাংবিধানিক অভ্যুত্থান হিসেবে অভিহিত করে আসছে আন নাহদা পার্টি।

রয়টার্স ও মিডল ইস্ট আই


মন্তব্য
জেলার খবর