রাতেই দেশে ফিরেছে অস্ট্রেলিয়া

১০ অগাস্ট ২০২১

বাংলাদেশের বিপক্ষে কোনো হারই প্রত্যাশা করেনি অস্ট্রেলিয়া। কিন্তু সেখানে ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হলো তাদের। শুধু হার নয়, রীতিমত লজ্জাজনক হার। শেষ ম্যাচে তাদের আরো লজ্জার হার উপহার দিয়েছে টাইগাররা। সোমবার টি-টোয়েন্টি ফরমেটে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে হেরেছে অজিরা।

 

ম্যাচ শেষ না হতেই রাতেই দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছে তারা। মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শেষ করেই নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরে যায় অজিরা। এজন্য অস্ট্রেলিয়া দলকে বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান বিকালে ঢাকায় পৌঁছায়।

 

ঢাকায় পা রাখার পর থেকে তারা জৈব সুরক্ষা বলয়ে ছিল। সেই একই প্রক্রিয়ায় বিমানে ওঠে তারা। করোনা সংক্রমণ রোধে এমনকি তারা হোটেলে অবস্থান কালে কোনো হোটেল বয়ের সাহাজ্য নেননি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর