করোনার গণটিকাদান কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে সাধারণ মানুষের। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েওে এ টিকা নিচ্ছেন তারা। টিকাদান শুরু থেকে তিন দিনে টিকা নিয়েছেন ৪১ লাখ ৬০ হাজার ৮৩৩ জন। পাশাপাশি একই সময়ে দ্বিতীয় ডোজও নিয়েছেন সংশ্লিষ্টরা।এ তিন দিনে প্রথম ডোজসহ মোট ৪৪ লাখ ৫০ হাজার ১৪৮ ডোজ টিকা দেয়া হয়েছে মানুষকে।
৭ আগষ্ট থেকে দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। একসঙ্গে বেশি মানুষকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে এ টিকাদানের উদ্যোগ নেয়া হয়। তিনদিনের গণটিকাদানের এ পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়,৭ আগস্ট টিকা দেয়া হয়েছে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ ডোজ, ৮ আগষ্টে এর পরিমাণ ছিল ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ, আর সোমবার দেয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৮২ ডোজ। সোমববার অ্যাস্ট্রাজেনেকার ও ফাইজারের প্রথম ডোজ কাউকে দেয়া হয়নি।অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৭ জনকে আর ফাইজারের এ ডোজের সংখ্যা পাঁচ হাজার ৬০৬ টি।
প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ ডোজ টিকা দেয়া হয়েছে। টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ২ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫৬৬ জন। গণটিকার আওতায় ও গণটিকা শুরুর আগে দেয়া টিকার পরিসংখ্যানটা এটা। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্মসহ ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে দেশে।
এমকে