সাফ চ্যাম্পিয়নশিপ নেপালে নয় মালদ্বীপে অনুষ্ঠিত হবে। সাফের নির্বাহী কমিটির সভায় এ জরুরি এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে ১ থেকে ১৩ই অনুষ্ঠিত এশিয়ার বিশ্বকাপখ্যাত এ ক্রীড়াযজ্ঞের আসর বসবে।
সাফ আয়োজনের জন্য প্রস্তাব পায় বাংলাদেশ। তারা নিজেদের নাম প্রতাহার করে নিলে নেপাল ও মালদ্বীপ স্বাগতিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। তাদের প্রস্তাব আলোচনা করে মালদ্বীপকে আসন্ন সাফের স্বাগতিক হিসেবে বেছে নেয় সাফ।
সাফ গেমসে অংশ নেয়ার ব্যাপারে অপরাগতা প্রকাশ করে ভুটান। তাদের অংশগ্রহণের ব্যাপারে চুড়ান্ত সময় বেধে দেয়া হয়েছে। শেষ পর্যন্ত তারা অংশ না নিলে সে অনুযায়ী সিদ্ধান্তের কথা জানিয়েছে সাফ।
টুর্নামেন্টের সময়সূচি প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘ভুটানের জন্য আমরা তিন দিন অপেক্ষা করবো। যদি ভুটান খেলে সেক্ষেত্রে একটি ভাচুর্য়াল ড্র অনুষ্ঠিত হবে। আর ভুটান না খেললে ফিফা র্যাঙ্কিং অনুসারে আমরা রাউন্ড রবিন লীগের ফিকশ্চার প্রকাশ করবো।’
আরআই