কে হবেন মেসির উত্তরসূরী?

১০ অগাস্ট ২০২১

কাতালান ক্লাব বার্সেলোনার সাথে লিওনেল মেসির পথচলা ২১ বছরের। সেটাকে বিদায় জানাতে হয়েছে তার। আলোচনা শুরু হয়েছে তার ১০ নম্বর জার্সিটি নিয়ে। মেসির অবর্তমানে কে হবে এই জার্সির আধিকারী। তবে সমর্থকরা চাইছেন তুলে রাখা হোক মেসির জার্সিটি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এরই মধ্যে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ‘সবকিছুর উর্ধ্বে ক্লাব’।

 

২০০৪ সাল। মেসির বয়স তখন ১৭। সবে গোঁফ-দাড়ি গজাতে শুরু করেছে। ওই বছরের ১৬ অক্টোবর বার্সার হয়ে প্রথম মাঠে নামেন। তখন তার জার্সি নাম্বার ছিল ৩০। বছর দুয়েক পর খেলা শুরু করে ১৯ নম্বর জার্সিতে। সেসময় ১০ নম্বর জার্সিতে খেলতেন ব্রাজিলিয়ান সুপার স্টার রোনালদিনহো। ২০০৮ সালে এসিমিলানে চলে যান রোনালতিনহো। এরপর ১০ নম্বর জার্সি গায়ে ওঠে মেসির। সেই থেকে এই ১০ নম্বর জার্সিতে খেলেছেন তিনি। কত জয় উদযাপন করেছেন এই জার্সি গায়ে দিয়ে। কত গোল করেছেন। কত জয় এন দিয়েছেন ক্লাবটিকে।

 

বার্সার সাথে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন মেসি। তার ১০ নম্বর জার্সিটা এখনও রয়েছে বার্সাতেই। তার উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন’ হওয়ার দৌঁড়ে সবার আগে রয়েছেন মেম্ফিস ডিপাই। ডাচ ফরোয়ার্ড কাতালানদের হয়ে চারটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে নেমে এরই মধ্যে করেছেন তিন গোল। জাতীয় দল নেদারল্যান্ডসের ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নামেন ডিপাই। বার্সেলোনার পরবর্তী সুপারস্টার হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তিনি।

 

১০ নম্বর জার্সির উত্তরাধিকার গ্রহণে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও। মেসির সাথে জুটি বেধে খেলার প্রবল ইচ্ছে ছিল তার। কিন্তু তার আর পূরণ হলো না।

 

আঁতোয়ান গ্রিজম্যানকেও খাটো করে দেখার মতো নয়। তিনিও ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর ক্ষমতা রাখেন। বার্সেলোনার বতর্মান ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান মনে করা হয় তাকে।


মন্তব্য
জেলার খবর