দেশি-বিদেশি মদসহ যুবক আটক

১০ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলের সামনে থেকে মঙ্গলবার ভোরে বিল্লাল গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।এ সময় তার কাছে থেকে ৬ ক্যান বিদেশি বিয়ার, ৬ বোতল  দেশীয় মদ, ২টি সীমকার্ড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।বিল্লাল গাজী বরগুনা জেলার বেতাগী এলাকার মোঃ মোস্তফা গাজীর ছেলে, সে মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬, খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিল্লালকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নুরুজ্জামান/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর