বগুড়ায় কালীমূর্তি ভাঙচুর

১০ অগাস্ট ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান হিন্দুপাড়ার একটি  মন্দিরের কালীমূর্তি ভাংচুর  করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে হিন্দুপাড়ার জনৈক রিপন কুমার দাস বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাড়ির গেটের সামনে পড়ে থাকা ভাঙ্গা মূর্তিটি দেখে চিৎকার দেন। এ সময় কালি মন্দিরটিতে গিয়ে ভাঙা মুর্তির  অবশিষ্ট অংশগুলো দেখতে পায় এলাকাবাসী। পরে ঘটনাটি থানা পুলিশকে জানায়। এলাকাবাসীর ধারণা সোমবার গভীর রাতে কালীমূর্তিটি ভাংচুর করা হতে পারে, এরপর ভাঙ্গা মূর্তিটি ‍রিপনের বাড়ির গেটে ফেলে রেখে যাওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিনসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শেরপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা এ ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান।

ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন জানান, এর আগে এই গ্রামে কখনো মূর্তি ভাঙ্গার মতো ঘটনা ঘটেনি। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, মূর্তি ভাংচুরের খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। 

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর