মেসিকে আটকাতে বার্সার মামলা

১০ অগাস্ট ২০২১

বার্সেলোনার সাথে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে অবসরে যাওয়ার আগ পর্যন্ত কাতালান এ ক্লাবটিতে থাকতে চেয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এমনকি অর্ধেক বেতনেও ক্লাবটির সাথে চুক্তি করতে রাজি হয়েছিলেন তিনি। ক্লাবটিও তাকে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত দেশটির কিছু নিয়মের কারণে তাকে বার্সা ছাড়তেই হলো।

 

মঙ্গলবার ১০ আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে স্বাগত জানাতে আইফেল টাওয়ারে আয়োজন করা হয়েছে আড়ম্বর অনুষ্ঠান।

 

তবে তাতে বাধ সেধেছে এফসি বার্সেলোনা। মেসির পিএসজি যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতে মামলা করেছে কাতালান ক্লাবটি। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা।

 

পিএসজির অর্থনৈতিক অবস্থা বার্সেলোনার চেয়ে ভালো নয়। তারা কীভাবে মেসিকে দলে ভেড়াবে? এমন প্রশ্ন নিয়ে ফরাসি জায়ান্টদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে ক্লাবটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর