ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুদেশই পাল্টাপাল্টি অবস্থানে। এদিকে ইউক্রেনে আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
তারা বলছেন, ইউক্রেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়া সব সময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসেবে দেখে আসছে।
সোমবার ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। ওই বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া চালানোর বিষয় নিয়ে আমেরিকা প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই অগ্রগতি কেবলমাত্র তখনই সম্ভব যখন রাশিয়াও একই ধরনের ব্যবস্থা নেবে। মার্কিন কর্মকর্তারা বলছেন আমেরিকা কোনো আশাবাদের জায়গা থেকে এই বৈঠকে অংশ নেবে না বরং বাস্তবতার আলোকে বৈঠকে অংশ নিচ্ছে।
আরআই