গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে: জিএম কাদের

১০ অগাস্ট ২০২১

দেশজুড়ে চলমান গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে।আর এ কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরো ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। এমনটাই মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

জিএম কাদের জানান, পরিস্থিতি দেখে মনে হচ্ছে- টিকা ও গণটিকা নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। অভিযোগ উঠেছে স্বজনপ্রীতি ও দুর্নীতি হচ্ছে গণটিকা কর্মসূচি নিয়ে।অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত বলেই মনে করেন তিনি।

জাপা চেয়ারম্যান জানান, অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে হয়রানির শিকার হয়েও টিকা পায়নি। তাছাড়া চাহিদা মতো টিকা সংগ্রহ করতে না পারলে এ কর্মসূচি মুখ থুবড়ে পড়তে পারে।

 এমকে


মন্তব্য
জেলার খবর