আগের সময়েই চলবে সব আর্থিক প্রতিষ্ঠান

১০ অগাস্ট ২০২১

কঠোর বিধিনিষেধ ও করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে এতদিন সীমিত পরিসরে চললেও বুধবার (১১ আগস্ট) থেকে আগের সময় মতোই চলবে সব আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম।সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে স্বাভাবিক লেনদেন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।নির্দেশনায় জানানো হয়েছে, কার্যক্রম চলাকালে সব সময় মাস্ক পরা নিশ্চিত করতে হবে।আর করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর