বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন তিনি। তার স্বীকৃতিও পেয়েছেন সাথে সাথে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরা হয়েছেন।
এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাস সেরার তালিকায়ও তার নাম এসেছে। সম্প্রতি এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে। আইসিসির মাস সেরার তালিকায় আরো আছেন- অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ।
মাসসেরা নারী ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথুজ, স্টাফানি টেলর ও পাকিস্তানের ফাতিমা সানা।
প্রতিমাসের পারফরম্যান্স বিবেচনায় আইসিসি এই পুরস্কার দিয়ে থাকে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাস সেরা ক্রিকেটার।
আরআই