চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ১৬ হাজার ৩ শ পিস ইয়াবাসহ রমিজ উদ্দিন (৩৪) ও ওয়াইজ উদ্দিন (২৪) নামে ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব। সোমবার রাতে পূর্ব উজানটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।বসতঘরে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রাখা ছিল এসব ইয়াবা।
রমিজ উদ্দিন (৩৪) কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালি গ্রামের আবু তাহেরের ছেলে, আর ওয়াইজ উদ্দিন (২৪) পুর্ব উজানটিয়া গ্রামের আবুল কালামের ছেলে।র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আটকের ঘটনাস্থলে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। আটকদের দেখানো মতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে