মিথেন গ্যাস কমাতে হবে : জাতিসংঘ

১১ অগাস্ট ২০২১

বিশ্বের দেশগুলোকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর পাশাপাশি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে দ্রুতই মিথেন গ্যাস নিঃসরণও কমাতে থাকতে হবে।

জাতিসংঘ গঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) প্রকাশিত প্রতিবেদনে বিজ্ঞানীরা  এই সতর্ক করেন।

আইপিসিসি’র প্রতিবেদনের পর্যালোচক ডারউড বলেছেন, “মিথেন গ্যাস হ্রাস করাটাই বিশ্বে উষ্ণায়ন কমানোর সবচেয়ে বড় এবং দ্রুততম কৌশল।” 

 রয়টার্স


মন্তব্য
জেলার খবর