তালিকা জমা দিয়েছে আ.লীগ

১১ ফেব্রুয়ারী ২০২২

চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে গঠিত সার্চ কমিটির কাছে ১০ জনের নাম প্রস্তাব করেছে আওয়ামী লীগ। দলটি মনে করছে, তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার হওয়ার মতো যোগ্য। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে তাদের নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও উপদফতর সম্পাদক সায়েম খান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার পদে ১০ জনের নাম প্রস্তাব করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে চিঠি দেয় সার্চ কমিটি।

তালিকা জমাদাতাদের একজন  সায়েম খান গণমাধ্যমকে বলছেন, তারা বাহক হিসেবে তালিকা জমা দিয়েছেন মাত্র। তালিকায় থাকা নাম কাদের- জানেন না। কারণ তালিকাটি সীলগালা করে দেওয়া।

প্রসঙ্গত, সার্চ কমিটির চিঠি পাওয়ার পর দলীয়ভাবে নাম প্রস্তাব করতে দলের সভাপতিমণ্ডলীর সভা করে আওয়ামী লীগ। সভায় সভাপতিমণ্ডলীর সদস্যরা নিজেদের পছন্দের ব্যক্তিদের তালিকা আওয়ামী লীগ সভাপতির কাছে জমা দেন। সেগুলো সমন্বয়ের মাধ্যমে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর