৭ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

১১ অগাস্ট ২০২১

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে মঙ্গলবার আফগানিস্তানের সপ্তম প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। 

এর আগে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান দখল করে তালেবান।

নিমরোজ প্রদেশের জারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান গত শুক্রবার দখল করে তালেবান।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর