মন্তব্য
ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা চালু হচ্ছে ঢাকার প্রায় দুইশ’টি স্থানে। এজন্য ভিন্ন একটি প্রকল্পের প্রস্তাব এসেছে। এখন যাচাই চলছে প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকায় এ সেবা চালু হবে।
এ লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫-জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ৬০ কোটি ৩৩ লাখ টাকা এবং বাকি দুই হাজার ২০৪ টাকা রাজস্ব খাত থেকে ব্যয় হবে।