তালেবানের দখলে ৯ আফগান শহর

১১ অগাস্ট ২০২১

এক সপ্তাহের কম সময়ের মধ্যেই আফগানিস্তানের ৯ প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের ফাইজাবাদ, ফারাহ, পাল-ই-খুমরি, সার-ই-পাল, সেবেরঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ শহর দখল করে নিয়েছে তালেবান।

 তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর