গভীর রাতে করিমন ও ব্যাটারিসহ দুই মিতা আটক

১১ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে গভীর রাতে আঞ্চলিক সড়কে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদে তালগোল পাকিয়ে সন্দেহজনক জবাব দেওয়ায় একই নামের (মিতা) দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি করিমন ও বৈদ্যুতিক মোটর চালিত দুটো ভ্যানের ব্যাটারি জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টা দিকে চাটমোহর জারদিস মোড়-মান্নাননগর সড়কের হান্ডিয়াল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় তিন ব্যক্তি জব্দ করা করিমন ও ব্যাটারি দুটির মালিকানা দাবি করেছেন। এ দাবি করার কথা জানিয়েছেন পুলিশের হাণ্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম নুরুজ্জামান।

আটক দু’জন হচ্ছে- পাশ্ববর্তী উপজেলা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামের আলম হোসেনের ছেলে শাকিল আহমেদ এবং একই গ্রামের আব্দুল করিমের ছেলে শাকিল হোসেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, তাদের একটি দল হান্ডিয়াল বাজার এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ওই দুই যুবক করিমন নিয়ে মান্নাননগরের দিকে যাচ্ছিল। পুলিশ তাদের পথরোধ করে ‍জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা তালগোল পাকিয়ে ফেলে, অসংলগ্ন উত্তর দেয়। তাই তাদের আটক করা হয়।

পুলিশ আরো জানায়- সকালে সাগর, বাবলু ও মুনছুর নামের তিন ব্যক্তি হাণ্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে আসে। এদের মধ্যে সাগর করিমনের মালিকানা ও বাকিরা ব্যাটারি দুটির মালিকানা দাবি করেন। তারা জানায়, বৃহস্পতিবার রাতে এগুলো চুরি হয়েছে।

হাণ্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম নুরুজ্জামান জানান, তাদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যিকারে মালিকানা হলে সেগুলো হস্তান্তরে ব্যবস্থা নেওয়া হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর