শেরপুরে বজ্রপাতে প্রাণ হারালেন ২ কৃষি শ্রমিক, সঙ্গে ২ কিশোর

১১ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ৪ উপজেলায় বজ্রপাতের পৃথক পৃথক ঘটনায় ২ কৃষি শ্রমিক ও ২ কিশোর মিলে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪ কৃষি শ্রমিক। বুধবার দুপুরে বৃষ্টিপাতের সময় সদর উপজেলার  কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে, নকলা উপজেলার লাভা গ্রামে ও শ্রীবরদী উপজেলার গোশাইপুর ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হতাহত কৃষিশ্রমিকরা ধানের চারা রোপেনের সময় আক্রান্ত হয়েছিলেন।

মারা যাওয়া ২ দুই কৃষি শ্রমিক হচ্ছেন-  কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তফা ও লাভা গ্রামের বদিউজ্জামানের ছেলে আজিজুল হক। ২ কিশোর হলো- গোশাইপুর এলাকার আব্দুল হামিদের ছেলে আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া। আর আহতরা হচ্ছেন- কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে আবু সাঈদ, নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে হুমায়ুন ওরফে ফকির।

স্থানীয়রা জানায়, কৃষি শ্রমিক মোস্তফা ও আজিজুল হক ঘটনাস্থলেই মারা যান। বদু মিয়া ও আবু সাঈদ মোস্তাফার সঙ্গে  এবং হুমায়ুন ও বাবু মিয়া আজিজুল হকের সঙ্গে ধানের চারা রোপন করছিলেন। অন্যদিকে একই সময়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে গোশাইপুর এলাকায় আরমান হোসেন ও  রাসেল মিয়া মারা যান।

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হতাহতদের সহায়তার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

 

তারিকুল ইসলাম/এমকে


মন্তব্য
জেলার খবর