বাগেরহাট প্রতিনিধি:
খুলনার রূপসার শিয়ালি গ্রামে মন্দির হামলা ও মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন হয়েছে।বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের আয়োজনে এ মানববন্ধনহয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য দেন- পিভিই জেলা সমন্বয় কমিটির সভাপতি কে এম হাসিব, সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম আজাদ, প্রজেক্ট সমন্বয়কারী মো. নাজমুল হুদা, জেলা কমিটির সদস্য সাংবাদিক এস.এস শোহানসহ ব্রেভ প্রকল্পের সব কর্মকর্তা ও ইয়ুথ সদস্যরা। এ সময় ব্রেভ প্রকল্পের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু এরই মধ্যে খুলনার রূপসা শিয়ালি গ্রামে মন্দির ও সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট শিয়ালি গ্রামে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ৪টি মন্দিরে হামলা চালায়। এ সময় মন্দিরের মূর্তি ও কিছু দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর করা মামলায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নূরুজ্জামান শেখ/এমকে