জিডিপি(দেশের মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এশিয়ায় সব দেশের ওপরে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, জিডিপিতে ৩ দশমিক ৫১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। ভার্চুয়ালি এ বৈঠক সভাপতিত্ব করেন আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘এ মুহূর্তে আমাদের জিডিপির যে অবস্থা, তাতে আমরা এটি কাভার করতে পারবো বলে আশা করি।’ তিনি জানান, রেমিট্যান্স কোনো জাদু নয়, তাই রেমিট্যান্স কখনো শেষ হবে না। যে জায়গায় ছিল, সে জায়গায়ই থাকবে।
অর্থমন্ত্রী জানান, চলতি মাসের ৯ দিনেই রেমিট্যান্স এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। অথচ গত বছর একই সময়ে এসেছিল ৪৫০ মিলিয়ন ডলার। রেমিট্যান্সের বিষয়ে বিভিন্ন প্রণোদনা দেয়ায় রেমিট্যান্স বাড়ছে বলেও জানান তিনি।
এমকে