জুলাইয়ে মাসসেরা সাকিব

১১ অগাস্ট ২০২১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরার মতোই খেলে যাচ্ছেন। তার পুরস্কারও পাচ্ছেন। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন তিনি। সিরিজ সেরার মুকুট উঠেছে তার মাথায়। এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই ক্রিকেটার। ২০১৮ সালের আজকের এই দিনে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়েছিলেন।

 

মাসসেরা হওয়ার দৌঁড়ে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

 

২০২১ সাল থেকে প্রতিমাসে একজন করে পুরুষ ও নারী ক্রিকেটারকে সেরা ঘোষণা করছে আইসিসি। প্রথমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়। তাদেরকে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যরা ৯০ ভাগ ভোট প্রদান করেন। বাকী ১০ ভাগ ভোট দেন সমর্থকরা। মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

 

আরআই


মন্তব্য
জেলার খবর