চলতি মাসে আড়াই হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

১১ অগাস্ট ২০২১

চলতি মাসে দেশে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের সিংহভাগের বসবাস ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১৩ জন ডেঙ্গু রোগী।বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের  তথ্যে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, বর্তমানে ৯০৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি  বেসরকারি হাসপাতালে  ভর্তি আছেন। এর মধ্যে ৮৪১ জন ঢাকাতে, বাকি ৬৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন- এমন সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে সব মিলে ৫ হাজার ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ৪ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৮৮ জন ঢাকার, বাকিরা ঢাকার বাইরে অন্য বিভাগে।

এমকে


মন্তব্য
জেলার খবর