করোনার টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরণের বক্তব্য দিচ্ছেন। তাদের এ বক্তব্যে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন দেশের সাধারণ মানুষ। বুধবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, মন্ত্রীদের কথা এখন মানুষ শুনতে চায় না। তাই সরকার যা করতে বলছে, দেশের মানুষ তা করতে আগ্রহবোধ করছে না। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ গণটিকা কর্মসূচি সফলভাবে শেষ করতে পারলেও আমাদের দেশের শ’ শ’ মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন। বিশেষত বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়ে ও বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পায়নি। জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক সংবাদ হতে পারে না।
দলের সদ্য প্রয়াত নেতাদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ওলামা পার্টি। আরো বক্তব্য দেন-জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমূখ।
এমকে