জিআর’র চাউল বরাদ্দে এমপিদের পরামর্শ চায় সংসদীয় কমিটি

১১ অগাস্ট ২০২১

স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে পরামর্শ করে জেনারেল রিলিফ বা জিআর’র চাউল বরাদ্দের বিষয়টি চুড়ান্ত করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশের সিদ্ধান্ত হয়। যে কোনো দুর্যোগ ও আপৎকালে সরকারের তরফ থেকে এ চাউল সহায়তা দেয়া হয়।

বৈঠকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় গৃহিত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। অংশ নেন কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর